 
     দীর্ঘ ১৯ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটে আজ অনুষ্ঠিত হচ্ছে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন।
দীর্ঘ ১৯ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটে আজ অনুষ্ঠিত হচ্ছে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন।
১২৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২৫ জনকে নির্বাচিত করবেন চার হাজার ৩৭৫ জন ভোটার।
দুটি কেন্দ্রে আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
প্রায় দুই দশক পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে এখন উৎসবের আমেজ।
স্বতন্ত্র ছাড়াও তিনটি প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা। আওয়ামীপন্থীরা দুটি ভাগে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে সরকারি কর্ম কমিশন পিএসসির সদস্য, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির এবং বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও জাকসুর সাবেক ভিপি মোতাহার হোসেন মোল্লার নেতৃত্বে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ অন্যদিকে
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম এ মতিন ও জাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল আলমের নেতৃত্বে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল গ্র্যাজুয়েট মঞ্চ’ ব্যানারে অংশ নিচ্ছেন আওয়ামীপন্থীরা।
এ ছাড়া জাতীয়তাবাদী পরিষদের ব্যানারে বিএনপি সমর্থকরা অংশ নিচ্ছেন এই নির্বাচনে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com