১৯২ থেকে ১৮৯ নম্বরে বাংলাদেশ

:
: ১২ মাস আগে

ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ।১৯২ থেকে ১৮৯ নম্বরে পৌঁছেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নতুন র্যােঙ্কিং প্রকাশ করেছে ফিফা।

১৩ মাস পর র্যাসঙ্কিংয়ে নিজেদের অবস্থান পরিবর্তন হলো বাংলাদেশের। সাফ ফুটবলে ভালো করায় বাংলাদেশের র্যারঙ্কিংয়ে পরিবর্তন হয়েছে। প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। গ্রুপ পর্ব এবং সেমিফাইনালেও দুর্দান্ত ফুটবল খেলেন জামাল ভূঁইয়ারা।

 

প্রতিযোগিতার শুরুতে লেবাননের কাছে ২-০ গোলে হারলেও পরে মালদ্বীপ ও ভুটানকে ৩-১ গোলে বিধ্বস্ত করে চলে যায় সেমিফাইনালে। কুয়েতের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেও শেষ হাসিটা হাসতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে গোল হজম করে বিদায় নেয় বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপ জেতা ভারত এক ধাপ এগিয়ে উঠেছে ৯৯ নম্বরে।

ফিফা র্যাাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি।শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল। তারপর যথাক্রমে আছে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।