আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা। ২৫ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমতি পাওয়া গেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা শুরু করব।’
বইমেলা কতদিন চলবে, তা এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) পর্যন্ত বইমেলা করার। তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী অনুষ্ঠান করব।’
প্রকাশকরা মনে করেন, স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা অবলম্বন করলে এ সময় বইমেলা আয়োজনে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
উল্লেখ্য, এর আগে প্রকাশকরা ১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা করার প্রস্তাব দিয়েছিলেন। প্রাথমিক সিদ্ধান্তও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় এ অবস্থান থেকে ফিরে আসে বাংলা একাডেমি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com