চূড়ান্ত ফল প্রকাশের ১৫ দিন পর ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) রাত ১২টা থেকে তাদের মেধা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ngi.teletalk.com.bd লিংকের মাধ্যমে তাদের মেধা তালিকা দেখতে পাবেন। লিংকে গিয়ে রোল নম্বর, বিষয়, স্কুল বা কলেজ উল্লেখ করে নিজেদের মেরিট লিস্ট দেখতে পারবেন প্রার্থীরা।
মঙ্গলবার (২ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবাইদুর রহমান জানান, চূড়ান্ত মেধা তালিকা টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা চাইলে ওয়েবসাইটে (ngi.teletalk.com.bd) প্রবেশ করে তাদের পজিশন দেখতে পাবেন।
এর আগে মেধা তালিকা প্রকাশে টেলিটককে নির্দেশ দিলে কিছুদিন সময় চায় টেলিটক। গতকাল রাতে প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়। গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com