১৪ দিন পর আবার দিনাজপুরের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু।।

লেখক:
প্রকাশ: ৭ years ago

বন্যার কারণে টানা ১৪ দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর রোববার দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সঙ্গে রেল যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।

গত ১৩ আগস্ট থেকে বন্যার ফলে রেললাইনের মাটি ও পাথর সরে ক্ষতিগ্রস্ত হওয়ায় দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।

পরে রেলওয়ে প্রকৌশল বিভাগ জেলার কাউগা ও চিরিরবন্দর এলাকায় রেললাইন মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে।

রোববার সকাল সাড়ে ১০টায় যাত্রী নিয়ে লালমনিরহাট থেকে একটি কমিউটর ট্রেন পার্বতীপুর হয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার মাধ্যমে দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়।

এছাড়া রাতে একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর ছেড়ে যাবে বলে জানিয়েছে দিনাজপুর রেলওয়ে স্টেশনের একটি সূত্র।

দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুল হানিফ জানান, বন্যার ফলে দিনাজপুর রেলওয়ের আওতাধীন ২০০ কিলোমিটার রেললাইনের মধ্যে প্রায় ১৬ কিলোমিটার রেললাইনের মাটি ও পাথর সরে যায়। পরে মেরামতের মাধ্যমে চিরিরবন্দর ও কাউগা রেললাইনের মেরামত করা হয়েছে। ঈদের আগেই মানুষজন সুষ্ঠুভাবে চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট গোলাম মোস্তফা জানান, দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের ট্রেনলাইনে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি। কাজ চলছে এবং ঈদের পর চালু হতে পারে।