১৩৮ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিদপ্তরের

লেখক:
প্রকাশ: ৪ years ago

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে অভিযান পরিচালিত হয়েছে। ঢাকা মহানগরীর নিউ মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কাওরান বাজার ও তেজগাঁও এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক রজবী নাহার রজনী, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও সহকারী পরিচালক মাগফুর রহমান।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ৪০টি টিম বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

তদারকিকালে চালের খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিষ্ঠানসমূহে চালের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ ও যৌক্তিক মূল্যে চাল বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১৩৮টি প্রতিষ্ঠানকে ৫,৮৯,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও সারাদেশে টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) মনিটরিং করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন সারাদেশে চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে, তাই ন্যায্য মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে  আহবান জানান তিনি।

চালের মূল্য নিয়ে কারসাজি করলে অধিদপ্তর জিরো টলারেন্স দেখাবে। চালের সকল পাইকারি ও খুচরা ব্যবসায়ীকে অবশ্যই চাল ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করতে হবে।

ভোক্তা স্বার্থ সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত ঢাকাসহ সারাদেশে অভিযান পরিচালনা করছে এবং এ ধারা অব্যাহত থাকবে মর্মে জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তি-