১১ বাসে অগ্নিসংযোগে জড়িতদের ধরে পুরস্কৃত ডিএমপির মতিঝিল জোন

:
: ৩ years ago

ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগকে পুরস্কৃত করেছে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। রাজধানীতে সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতার করায় ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগকে পুরস্কৃত করেন তিনি।

রোববার (২১ মার্চ) পুলিশ সদর দফতরে গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

এসময় পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার ও যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।

আইজিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডিবি মতিঝিল বিভাগের ডিসি বলেন, এ পুরস্কার ডিবি মতিঝিল বিভাগকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। সেইসঙ্গে ডিএমপি কমিশনারের চৌকস নেতৃত্বে টিম ডিএমপি এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

গত বছরের ১২ নভেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানার বিএনপি অফিসের উত্তর পাশে কর অঞ্চল ১৫-এর পার্কিং করা সরকারি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাস, ১টা ২৫ মিনিটে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে রমনা হোটেলের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের চলন্ত বাস, দেড়টায় শাহবাগ আজিজ সুপারমার্কেটের সামনে দেওয়ান পরিবহনের বাস, ২টা ১০ মিনিটে সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহনের বাস এবং বংশাল থানার নয়াবাজার এলাকায় দুপুর ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এছাড়াও দুপুর ২টা ৪৫ মিনিটে পল্টন থানা এলাকায় জৈনপুরী পরিবহনের বাস, বিকেল ৩টায় মতিঝিলে পূবালী পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় বিআরটিসির দোতলা বাস এবং বিকেল ৪টা ৩২ মিনিটে ভাটারা থানাধীন প্রগতি সরণির কোকা-কোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ড ঘটে। সন্ধ্যায় উত্তরার আজমপুর ফ্লাইওভারের কাছে আরেকটি বাসে অগ্নিকাণ্ড ঘটে। মোট ১১টি বাসে অগ্নিসংযোগ করা হয়। প্রতিটি ঘটনায়ই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়। মামলার তদন্তভার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের ওপর ন্যাস্ত হয়। মতিঝিল বিভাগের গোয়েন্দা টিম ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ব্যাক্তিদের শনাক্ত করে গ্রেফতার করে। আসামিরা আদালতে তাদের দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।