আগামী মার্চের শেষ নাগাদ ১০ হাজার কর্মী ছাটাই করবে মাইক্রোসফট কর্পোরেশন। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ছাঁটাইয়ের ফলে ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে মাইক্রোসফটের খরচ হবে ১২০ বিলিয়ন ডলার। এর ফলে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লাভের উপর ১২ সেন্টের নেতিবাচক প্রভাব পড়বে।
গত বছরের জুলাইয়ে মাইক্রোসফট জানিয়েছিল, তারা কিছু কর্মী ছাটাই করেছে। তবে অক্টোবরে অ্যাক্সিওস নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, বেশ কয়েকটি বিভাগ থেকে মাইক্রোসফট এক হাজার কর্মী ছাটাই করেছে।
মাইক্রোসফ্ট তার ক্লাউড ইউনিট অ্যাজুইরির প্রবৃদ্ধির হার বজায় রাখার জন্য চাপের মধ্যে রয়েছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ডিভাইসের বিক্রি কমে যাওয়ায় কম্পিউটারের বাজারে কয়েক বছর ধরে মন্দার মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটিতে দুই লাখ ২১ হাজার পূর্ণকালীন কর্মী ছিল। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে এক লাখ ২২ হাজার এবং আন্তর্জাতিকভাবে ৯৯ হাজার কর্মী ছিল।