১০ মাসের শিশুর ওজন ২৮ কেজি!

লেখক:
প্রকাশ: ৭ years ago

শিশুটির বয়স মাত্র ১০ মাস। কিন্তু ওজন তার ৬২ পাউন্ড বা ২৮ কেজি। সত্যিই শিশুটির ওজন অবিশ্বাস্য।
লুইস ম্যানুয়েল গনজালেস নামের এই শিশুটির ওজন দিন দিন বাড়ছে।

ডাক্তাররা জানিয়েছেন, শিশুটি প্রাডার-উইলি সিনড্রোম (পিডব্লিউএস) নামের এক রোগে ভুগছে। শিশুটির পরিবার মেক্সিকোর প্যাসিফিক কোস্ট স্টেটের টেকোমান অঞ্চলে থাকে।

শিশুটির মায়ের নাম ইসাবেল পান্তোজা ও বাবা ম্যারিও গনজালেস। তারা বলছেন, জন্মের সময় লুইসের ওজন ছিল ৩.৫ কেজি। দুই মাস পেরোতেই তার ওজন ১০ কেজিতে উঠে যায়। পরবর্তী আট মাসে ওজন পৌঁছায় ১৮ কেজিতে।

মা ইসাবেল জানান, ‘ভেবেছিলাম বুকের দুধ বেশি পরিমাণে পায় বলে শিশুটির ওজন বেড়ে যাচ্ছে। এখন তার চিকিৎসার জন্য অনেক খরচ লাগবে। এজন্য আর্থিক সহায়তা পেতে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। কারণ ম্যারিও গনজালেসের মাসিক আয় মাত্র ২০০ ডলার।’