আগামী মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল দল। এই দুটি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও এল সালভাদর। আর এই দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষনা করেছে ব্রাজিল কোচ তিতে।
বিশ্বকাপের পর এই প্রথম প্রীতি ম্যাচের জন্য দল ঘোষনা করল ব্রাজিল বস। আর প্রথম ঘোষিত এই দলে এসেছে ৯টি পরিবর্তন। ৯জন নতুন তারকা এসেছে দলে। আর এই ৯ তারকার একজন ম্যানইউতে ঝলক দেখানো আন্দ্রেস পেরেইরা।
পেরেইরার জন্ম বেলজিয়ামে। তাই সে বেলজিয়ামের নাগরিক। আবার তার বাবা ব্রাজিলিয়ান। তাই সে ব্রাজিলেরও নাগরিক। বেলজিয়াম এবং ব্রাজিল দুই দলেরই বয়স ভিত্তিক দলে খেলেছে সে। তাই তার সামনে ব্রাজিল ও বেলজিয়াম দুই দলেই খেলার সুযোগ ছিল।
বেলজিয়াম কোচ আগামী মাসে তাদের ম্যাচের জন্য দলে পেরেইরাকে রাখার কথা চিন্তাও করেছিলেন। তবে তার আগেই আজ টিটে ব্রাজিল দল ঘোষনা করেন এবং সেখানে রাখেন পেরেইরাকে।
ব্রাজিল দলে ডাক পেয়ে পেরেইরা প্রথমেই বলেন, ব্রাজিল সব সময় আমার হৃদয়ে। যখন আমার পরিবার গুঞ্জনটি শুনেছিল যে, আমি বেলজিয়ামের হয়ে খেলতে যাব, তখন তারা খুবই হতাশ হয়েছিল, দু:খ পেয়েছিল।
পেরেইরা বলেন, আমি একজন ব্রাজিলিয়ান। যদি আমাকে পছন্দ করার বলা হয় তাহলে ১০ বারের মধ্যে ১০ বারই ব্রাজিলকে বেছে নিব।