১০ বছরের কর ছাড় পাবে মেড ইন বাংলাদেশ পণ্য

লেখক:
প্রকাশ: ৩ years ago

দেশীয় উৎপাদকদের উৎসাহিত করতে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় দেশীয় উদ্যোক্তাদের ১০ বছর কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করে এ প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী।

বাজেট উপস্থাপনায় তিনি বলেন, দেশে মেগা শিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্পোৎপাদনকে ত্বরান্বিত করতে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে অটোমোবাইল, থ্রি হুইলার এবং ফোর হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্তসাপেক্ষে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি এবং আরও কিছু শর্তে আরও ১০ বছর কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।

এছাড়া, হোম অ্যাপ্লায়েন্সেস ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্যের উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে ১০ বছর মেয়াদি কর অব্যাহতি প্রদানের প্রস্তাবও করেছেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবটি কার্যকর হলে উৎসাহিত হবে দেশীয় উৎপাদকরা।