তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার চতুর্থ দিনে ইংল্যান্ডের দেওয়া ২৮ রানের টার্গেট কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে ক্যারিবিয়ানরা। প্রথম দুই টেস্ট ড্র হওয়ার পর এই টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় উইন্ডিজ।
৮ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। আজ রোববার চতুর্থ দিন সকালে দলীয় সংগ্রহে মাত্র ১৭ রান যোগ করতেই বাকি দুটি উইকেট হারায়। তাতে সফরকারীরা অলআউট হয় ১২০ রানে। উইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ২৮।
বল হাতে উইন্ডিজের কাইল মেয়ার্স ৫টি উইকেট নেন। ২টি উইকেট নেন কেমার রোচ। ব্যাট হাতে ইংল্যান্ডের তিনজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে আলেক্স লিস ৩১, জনি বেয়ারস্টো ২২ ও ক্রিস ওকস করেন ১৯ রান।
২৮ রান তাড়া করতে নেমে ৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট অপরাজিত ২০ ও জন ক্যাম্পবেল অপরাজিত ৬ রান করেন।
তার আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২০৪ রান। আর উইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করে ২৯৭ রান।
ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান জশুয়া দ্যা সিলভা। সিরিজ সেরা হন ক্রেইগ ব্রাথওয়েট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড:
প্রথম ইনিংস: ২০৪/১০ (সাকিব ৪৯, লিচ ৪১*; জয়ডেন ৩/৪০, মেয়ার্স ২/১৩, জোসেফ ২/৩৩, রোচ ২/৪১)।
দ্বিতীয় ইনিংস: ১২০/১০ (লিস ৩১, বেয়ারস্টো ২২; মেয়ার্স ৫/১৮, রোচ ২/১০)।
উইন্ডিজ:
প্রথম ইনিংস: ২৯৭/১০ (জশুয়া ১০০*, ক্যাম্পবেল ৩৫; ওকস ৩/৫৯, স্টোকস ২/৪৮, সাকিব ২/৪৫, ওভারটন ২/৮১)।
দ্বিতীয় ইনিংস: ২৮/০ (ব্রাথওয়েট ২০*, ক্যাম্পবেল ৬*)।
ফল: উইন্ডিজ ১০ উইকেটে জয়ী।
সিরিজ: উইন্ডিজ ১-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: জশুয়া দ্য সিলভা।
সিরিজ সেরা: ক্রেইগ ব্রাথওয়েট।