রাজশাহীর একটি চালকলের গুদামে মজুত করা এক হাজার ৩৫৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর বিসিক এলাকার মেসার্স চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের গুদাম থেকে এসব চাল জব্দ করে দুদক।
অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন। তিনি বলেন, দুদক হটলাইন নম্বর ১০৬-এ অভিযোগ পেয়ে মেসার্স চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের গুদামে অভিযান চালায় দুদক। এ সময় ওই গুদামে খাদ্য অধিদপ্তরের এক হাজার ৩৫৬ বস্তা চাল পাওয়া যায়।
তবে গুদাম মালিক দাবি করেছেন, দুটি সরকারি বাহিনীর সদস্যদের রেশনের চাল কিনেছেন তারা। কিন্তু এই দাবির উপযুক্ত প্রমাণ তারা দেখাতে পারেননি। ফলে ওসব চাল জব্দ করে দুদক।
দুদক জানায়, সরকারি অধিদফতরের চাল সিলকৃত বস্তায় বাইরে বিক্রির সুযোগ নেই। এটি বিধিসম্মত নয়। সেই কারণে চালগুলো জব্দ করা হয়েছে। এগুলো কিভাবে এই গুদামে এসেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com