১০ই আগস্ট থেকে সশরীরে হবে জবির সেমিস্টার ফাইনাল

লেখক:
প্রকাশ: ৩ years ago

অমৃত রায়,জবি প্রতিনিধি::  ১৩ই জুন রোববার পূর্ববর্তী নির্দেশনা অনুসারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং সম্পন্ন হয়। পরীক্ষা সংক্রান্ত আজকের একাডেমিক মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১০ই আগস্ট থেকে সকল বিভাগের ফাইনাল পরীক্ষা সশরীরে শুরু হবে।
১৮ ই জুলাইয়ের মধ্যে সকল বিভাগের মিডটার্মগুলো অনলাইনে নেওয়া হবে।
১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের ২টা সেমিস্টারের মিডটার্ম একসাথে ই অনলাইনে নেওয়া হবে। রিভিউ ক্লাসগুলো এই সময়ের মধ্যে অনলাইনে শেষ করা হবে। ২৯শে জুনের মধ্যে যে সকল ব্যাচের ভর্তি বাকি আছে তা অনলাইনে সম্পন্ন করে ফেলতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার,রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা নানা মতামত প্রদান করেন।
মতামত অনুসারে, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ঢাকা প্রত্যাবর্তন ও পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে কোনো বিভাগ চাইলেও ঈদের আগে ফাইনাল পরীক্ষা নিতে পারবে না এমনটা উল্লেখ করা হয়েছে।