‘হ্যারি পটার’খ্যাত হলিউডের বরেণ্য অভিনেতা মাইকেল গ্যাম্বন মারা গেছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হলে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।
মাইকেল গ্যাম্বনের স্ত্রী লেডি গ্যাম্বন এবং পুত্র ফার্গাস গ্যাম্বন একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে— ‘মাইকেল গ্যাম্বন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। এসময় তার পাশে ছিলেন তার স্ত্রী অ্যানি ও পুত্র ফার্গাস। তার বয়স হয়েছিল ৮২ বছর।’
‘হ্যারি পটার’ সিনেমার আটটি পার্টের মধ্যে ছয়টিতে প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন মাইকেল।
১৯৪০ সালের ১৯ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন মাইকেল গ্যাম্বন। শৈশবে পরিবারের সঙ্গে লন্ডনে পারি জমান তিনি। কিন্তু ডাবলিনে থাকা অবস্থায় প্রথম মঞ্চে পারফর্ম করেন মাইকেল।
লন্ডনের রয়্যাল ন্যাশনাল থিয়েটারের মূল সদস্যদের একজন হিসেবে কর্মজীবন শুরু করেন মাইকেল। শেক্সপিয়রের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। পাঁচ দশকের কর্মজীবনে টিভি, চলচ্চিত্র, থিয়েটার এবং রেডিওতে কাজ করেছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com