এক জন প্রফেসর ২৩ বছরের সংসারকে দু’মিনিটে ভেঙে চলে যাচ্ছে! দয়া করে আমাকে সাহায্য করুন। এই বয়সে আমি কোথায় যাব?’ টিভি চ্যানেলের ক্যামেরার সামনে হাউমাউ করে এভাবেই কাঁদছিলেন ৫৫ বছরের এক নারী।
ওই নারীর নাম ইয়াসমিন। তিনি ভারতের আলীগড়ের বাসিন্দা। তার অভিযোগ, স্বামী খালিদ বিন ইউসুফ তাকে হোয়াটস অ্যাপে এসএমএস দিয়ে তিন তালাক দিয়েছেন। খালিদ বর্তমানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারম্যান। গত ২৭ বছর তিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন।
ইয়াসমিনের দাবি, স্বামী তাঁকে তাকে বাড়ি থেকে বের করেও দিয়েছিলেন। পরে পুলিশের সাহায্যে বাড়িতে তিনি ঢুকেছেন। কিন্তু ১১ ডিসেম্বরের মধ্যে সুবিচার না পেলে আমুর উপাচার্য তারিক মনসুরের বাড়ির সামনে তিন সন্তানকে নিয়ে আত্মহত্যা করবেন তিনি।
স্ত্রীর অভিযোগ এক রকম মেনেও নিয়েছেন খালিদ।
বলেছেন, ‘আমি শুধু ওকে এসএমএস দিয়ে তালাক দেয়নি, আরো দু’জন ব্যক্তির উপস্থিতিতে মুখেও সে কথা বলেছি। এ ক্ষেত্রে শরিয়াতে যে সময়সীমার কথা বলা আছে, তা-ও মেনে চলেছি। ’
আলিগড়ের এসএসপি রাজেশ পাণ্ডে জানান, ইয়াসমিন এখনও পুলিশে লিখিত অভিযোগ করেননি। তিনি আলোচনার উপরেই জোর দিচ্ছেন। এ ক্ষেত্রে পুলিশের বিশেষ কিছু করার থাকে না। তবু আমরা দু’জনকেই ডেকে পাঠিয়েছি।
উল্লেখ্য, তিন মাস আগে তিন তালাক দেয়াকে ‘অসাংবিধানিক, বেআইনি ও ধর্মবিরুদ্ধ’ বলে তা খারিজ করে দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com