যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের ছবি তুলেছে উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট। ছবিটি উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়া গত সপ্তাহে সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকাণ্ডের ওপর নজর রাখবে বলে জানিয়েছিল পিয়ংইয়ং।
কেসিএনএ জানিয়েছে, স্যাটেলাইট থেকে পাঠানো ছবিগুলো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং মার্কিন সামরিক ঘাঁটিসহ ‘প্রধান লক্ষ্য অঞ্চলের’ অন্তর্ভূক্ত।
শীর্ষ নেতা কিম জং উন ইউএস পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামের অ্যান্ডারসেন এয়ার ফোর্স ঘাঁটি, নরফোক ও নিউপোর্টের একটি মার্কিন শিপইয়ার্ড এবং এয়ারবেসের স্যাটেলাইট ছবিগুলোও দেখেছেন। ছবিতে মোট চারটি পারমাণবিক চালিত বিমানবাহী এবং একটি ব্রিটিশ এয়ারক্র্যাফট ক্যারিয়ারকে দেখা গেছে বলে কেসিএনএ জানিয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com