চট্টগ্রাম নগরের ডিসি হিলে প্রাতঃভ্রমণের সময় হোঁচট খেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শুক্রবার সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নন্দনকানন বাসার কাছের ডিসি হিলে প্রাতঃভ্রমণের সময় চোট পান মন্ত্রী। চোটের কারণে নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ায় তাকে চমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসা শেষে সকাল সোয়া ১০টার দিকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
মন্ত্রীর এপিএস নূর খান জানান, চিকিৎসকরা বলেছেন আশঙ্কার কিছু নেই।
তিনি বলেন, ডিসি হিলে নেটের মতো যে বেড়া দেওয়া হয়েছে সেটি ধরে ব্যায়াম করার সময় হোঁচট খেয়ে পড়ে যান মন্ত্রী। এ সময় তিনি নাকে আঘাত পান। এরপর রক্তক্ষরণ হচ্ছে দেখে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘণ্টা দু’য়েক ছিলেন।
দুর্ঘটনার পর আহত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দেখতে তার বাসায় গিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এসময় দ্রুত মন্ত্রী মোশাররফ হোসেনের আরোগ্য কামনা করেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com