হেফাজতের নতুন কর্মসূচি: ২৯ মার্চ দোয়া মাহফিল, ২ এপ্রিল বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৩ years ago

আগামী সোমবার (২৯ মার্চ) দোয়া মাহফিল ও শুক্রবার (২ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।

রোববার (২৮ মার্চ) বিকালে পল্টনে খেলাফত মজলিসের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী এ কর্মসূচি  ঘোষণা দেন।

 

তিনি বলেন, হেফাজতের ভবিষ্যৎ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে। হরতাল আর বাড়ানো হচ্ছে না বলেও জানান হেফাজতের এই নেতা।

মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, হেফাজতের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। সরকারি দলের রেতাকর্মীরাও আমাদের ওপর হামলা চালিয়েছে। শান্তিপূর্ণ ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আহতের ক্ষতিপূরণ দিতে হবে। আটকদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা চাই না। সরকারদলীয় লোক বাড়ি বাড়ি হামলার হুমকি দিচ্ছে।