শামীম আহমেদ ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামপট্টি মহাসড়কের পাশে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলকটি হুমকির মুখে পরেছে। যেকোন সময় ভেঙ্গে পরতে পারে এ ফলকটি।
সরেজমিনে দেখা গেছে, সেতুর নামফলকটি ঘিরে চলছে অবৈধ ইট ও বালুর ব্যাবসা। যেকারণে বালু ফেলে তা কেটে নেওয়ার কারণেই ফলকটি হুমকির মুখে পরেছে।
স্থানীয়রা জানিয়েছেন, দেহেরগতি এলাকার আব্দুল হাইয়ের ছেলে বালু ব্যবসায়ী কবির হোসেন সরকারী জমি দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা করছেন। তিনি (কবির) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলকটি দখল করে রেখেছেন।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, গত বছর একটি ট্রাকের ধাক্কায় নামকরনের ফলকটি ভেঙ্গে যায়। তারপর আবার ঠিক করা হয়। এখন আবার বালুর ট্রাক প্রতিদিনই আসা যাওয়া করার কারনে এবং শ্রমিকরা গভীর করে বালু কেটে নেওয়ার ফলে সেতুর নামকরন ফলকটি যেকোন সময় ভেঙ্গে পরার আশংকা রয়েছে।
বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রতন শরীফ জানান, বীরশ্রেষ্ঠর নামের সেতুর নামফলকের জায়গা দখল করে কেউ বালুর ব্যবসা করতে পারবেনা। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে বালু ব্যবসায়ী কবির হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করে সেতুর নামফলক রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com