ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা পবন কল্যাণ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় তিনি। জন সেনা পার্টির (জেএসপি) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন এই অভিনেতা। সম্প্রতি নিজের বিয়ে নিয়ে মন্তব্য করে নারীবাদিদের রোষাণলে পড়েন তিনি। এদিকে গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, হুমকির মুখে পড়েছে পবন কল্যাণের জীবন।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২ নভেম্বর পবন কল্যাণের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের ওপর অজ্ঞাত কয়েকজন যুবক হামলা করে। পরে নিরাপত্তাকর্মীরা থানায় অভিযোগ জানালে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পবন কল্যাণের ভাতিজা অভিনেতা রাম চরণ বিদেশে ছিলেন। এ ঘটনা জানার পর জরুরিভিত্তিতে ভারতে ফিরে এসেছেন তিনি। হায়দরাবাদে ফিরেই রাম চরণ তার চাচার নিরাপত্তা জোরদার করেছেন। আর এ কাজটি তিনি নিজেই করেছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।
এ ঘটনা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর পবন ভক্তরা উদ্বিগ্ন। তাদের ধারণা, পবন কল্যাণকে হত্যার জন্য এই আক্রমণ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীমলা নায়ক’। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। সাগর কে চন্দ্র পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মালায়ালাম ভাষার ব্লকবাস্টার ‘আয়াপানুম কোশিয়ুম’ সিনেমার রিমেক ‘ভীমলা নায়ক’। এর চিত্রনাট্য রচনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—রানা দাগ্গুবতি, নিথিয়া মেনন, মুরালি শর্মা, রঘু বাবু প্রমুখ।
পরিচালক হরিষ শংকরের ‘পিএসপিকে২৮’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পবন। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ পেয়েছে। শোনা যাচ্ছে, এ সিনেমায় পবনের বিপরীতে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি। তা ছাড়াও তার হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়সী অভিনেত্রী নিধি আগরওয়াল।