ইয়েমেনের হুতি বিদ্রোহীদের যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে পূর্বসূরি ট্রাম্প প্রশাসনের নেওয়া শেষ মুহূর্তের সিদ্ধান্তের বদল ঘটালেন বাইডেন। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহেই ইয়েমেনে হামলাকারী সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছিলেন বাইডেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হলেও হুতিদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলাবে না।
মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘তাদের নিন্দনীয় আচরণ...পূর্ববর্তী প্রশাসনের শেষ মুহূর্তে দেওয়ার মর্যাদার পরিণতিতে যে মানবিক বিপর্যয় হয়েছিল, যে ব্যাপারে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলি স্পষ্ট করে দিয়ে বলেছিল, এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটকে ত্বরান্বিত করবে, তার প্রেক্ষাপটেই আমাদের এই পদক্ষেপ।’
২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালায়। গত পাঁচ বছরের যুদ্ধে দেশটির লাখ লাখ মানুষ নিহত হয়েছে। দেশটির ৮০ শতাংশ জনগণ চরম খাদ্যসংকটে ভুগছে। জাতিসংঘ ইয়েমেনের এই পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছিল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com