লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ব্রিটেন। একই সঙ্গে ব্রিটেনে থাকা এই সংগঠনের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে দেশটি। শুক্রবার ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং এই সংগঠনের কোনও সদস্য কিংবা প্রতিষ্ঠানের সম্পত্তি ব্রিটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। ব্রিটিশ সরকারের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা যারা উপেক্ষা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।
এর আগে, ২০০১ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিদেশি শাখা এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয় ব্রিটেন। এছাড়া গত বছর ব্রিটিশ সরকার হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির জন্য হিজবুল্লাহকে দায়ী করেন। ওই সময় তিনি বলেন, হিজবুল্লাহর রাজনৈতিক এবং সামরিক শাখাকে লন্ডন এখন আর পার্থক্য করতে পারছে না।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com