বিয়ে, মার্তৃত্ব নিয়ে দীর্ঘদিন সিনেমা জগত থেকে দূরে ছিলেন বলিউড অভিনেত্রী রানী মূখার্জী। চার বছর পর ‘হিচকি’ সিনেমার মধ্য দিয়ে আবারও বলিউডে ফিরেছেন তিনি এ খবর সবারই জানা। তবে নতুন খবর হলো, দীর্ঘদিন পরে বলিউডের এই অভিনেত্রী দারুনভাবে পর্দায় ফিরেছেন। মুক্তির পাঁচদিনের মধ্যে ইতিমধ্যে ‘হিচকি’ ছবির আয় দাঁড়িয়েছে ২০ কোটি ১০ লাখ রুপিতে।
শুধু ব্যবসায়িক সাফল্য নয়, ছবিতে রানীর অভিনয় দারুনভাবে প্রসংশিত হয়েছে। নামি বলিউড তারকা থেকে শুরু করে সাধারন দর্শক, চলচ্চিত্র বোদ্ধা সর্বমহলে তার অভিনয় সুনাম কুড়িয়েছে। ‘হিচকি’ ছবির এমন সাফল্যে জমজমাট পার্টির আয়োজন করেছে ছবিটির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। আগামী ২৯ মার্চ পার্টিটি অনুষ্ঠিত হবে যশরাজ স্টুডিওতে। সেখানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত থাকবেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রানী মূখার্জী, প্রযোজক মনীশ শর্মা এবং পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা।
ছবিতে রানী নয়রা মাধুর নামে একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। স্নায়ুর সমস্যার কারণে তার কথা বলার সময় সমস্যা হয়। সেই প্রতিকূলতা পেরিয়ে তিনি ছাত্রছাত্রীদের মন জয় করে নেন। ছবিতে সামাজিক বৈষম্য দারুন ভাবে ফুটে উঠেছে। ইচ্ছা এবং দৃঢ় সংকল্প থাকলে সব প্রতিকূলতাই পেরোনো সম্ভব- এটাই ছবিটির মুল বক্তব্য।
সূত্র : ইন্ডিয়া ডট কম