ভারতীয় পেসার মোহাম্মদ শামির দিনকাল মোটেও ভালো যাচ্ছে না। একতো স্ত্রী হাসিনের একের পর এক বাউন্সারে অতিষ্ট তার জীবন। অন্যদিকে কলকাতায় খেলতে এসে নাইটদের কাছে ৭১ রানে হেরেছে তার দল। পরদিনই তাকে জেরা করার জন্য লালবাজারে তলব করা হয়েছে বলে খবর পেয়েছেন শামি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শামির স্ত্রী হাসিন জাহান নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন লালবাজারের 'উইমেন্স গ্রিভান্স সেলে'(নারী নির্যাতন সেল)। আগামিকাল বুধবার দিল্লি ডেয়ারডেভিলসের পেসারকে জিজ্ঞাসাবাদ করবে উইমেন্স গ্রিভান্স সেলের কর্মকর্তারা৷ আজ মঙ্গলবারই ভারতীয় পেসারকে চিঠি পাঠায় লালবাজার৷
আইপিএল শুরুর আগে থেকেই ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তার স্ত্রী হাসিন জাহান। লালবাজারেও শামির বিরুদ্ধে অভিযোগ আছে হাসিনের। এদিকে, শামির সঙ্গে তার ভাইকেও হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছে পুলিশ। শামির ভাইয়ের বিরুদ্ধে হাসিন নির্যাতন করার অভিযোগ আনেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com