হাসপাতালে ওমর সানী

লেখক:
প্রকাশ: ৬ years ago

নব্বই দশকজুড়ে দাপিয়ে চলচ্চিত্র শাসন করা চিত্রনায়ক ওমর সানী অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।

ওমর সানীর ম্যানেজার আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে অসুস্থ অনুভব করলে শারীরিক চেকআপের জন্য হাসপাতালে যান তিনি। এ সময় চিকিৎসক ওমর সানীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

তিনি আরও জানান, সানী স্যারের তিনটি ব্লক ধরা পড়েছে। এখন তার হার্টে রিং পরানো হচ্ছে। পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়িকা মৌসুমীকে তিনি বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে একপুত্র ও এক কন্যা রয়েছে।