ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় অন্তত ১০০ ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯০৮ জন। শনিবার ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
হামাস শনিবার ইসরায়েলে ব্যাপক মাত্রায় হামলা শুরু করে। ইসরায়েলের হামাসের এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ। হামাস জানিয়েছে, তারা প্রায় পাঁচ হাজার রকেট ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২২ বলে জানিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে শুরু করেছে।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ তে পৌঁছেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০৮ জনের আহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে ইসরায়েলের এক আঞ্চলিক কর্মকর্তাও রয়েছেন।
এদিকে, গাজায় ব্যাপক আকারে হামলা শুরু করেছে ইসরায়েল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com