হাবিবের চমক এবার আয়েশা মারজানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

ছবি দেখেই বুক আৎকে উঠে। ভয়ংকর এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন তিনি। বুঝি বা কোনো রক্তচোষা ভ্যাম্পায়ার। সুদর্শন হাবিব ওয়াহিদকে এমন দৃশ্যে কল্পনা করাও কষ্টের। তবুও এমন রুপেই হাজির হতে যাচ্ছেন তিনি।

ধ্রুব মিউকিজ স্টেশন সূত্রে জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে হাবিবের নতুন গানের ভিডিও। শিরোনাম ‘তোমার চোখে জল’। এর কণ্ঠ-সুর-সংগীত যথারীতি হাবিব নিজেই। লিখেছেন গুঞ্জন রহমান। আর ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

হাবিবের নতুন মিউজিক ভিডিও মানেই কোনো না কোনো মডেল বা অভিনেত্রীকে নিয়ে হাজির হন তিনি। এর ব্যতিক্রম হচ্ছে না নতুন গানটির বেলাতেও। এখানে দেখা যাবে মডেল আয়েশা মারজানাকে। ২০১৪ সালের শেষদিকে প্রাণ চিয়ার্স বিজ্ঞাপনে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান এই তরুণী।

এরপর ফ্রেশ আটা, হুয়াওয়ে, প্রাণ মিল্ক, প্রাণ অলটাইম বাটার বান, টেল প্লাস্টিক, রিগাল ফার্নিচার, ফেয়ার গ্লো ফেয়ারনেস সোপ, বাংলালিংকসহ আরো কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন মারজানা।

এর বাইরে তিনি ফেয়ারগ্লো সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। র্যাম্প মডেলিংয়েও জনপ্রিয় নাম আয়েশা মারজানা। পড়াশোনা করছেন চার্টাড অ্যাকাউন্টেন্ট হবার স্বপ্ন নিয়ে।

শিগগরিই হাবিব ও আয়েশা মারজানার ফটোশুটের ছবি প্রকাশ হবে বলে জানা গেছে।

এক অসমাপ্ত প্রেম কাহিনি নিয়ে তৈরি মিউজিক ভিডিওটি ১৩ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলসহ অন্তর্জালের বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ পাবে।

হাবিব ওয়াহিদে গাওয়া সর্বশেষ ‘চলো না’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ পায় গেল মাসের ১২ জানুয়ারি। সেখানে তার সঙ্গে মডেল হয়েছিলে শারলিনা হোসেন।