হাথুরু আমাদের সম্পদ : চান্দিমাল

:
: ৬ years ago

বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কায় যোগ দেয়ার পর থেকেই চারদিকে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে তুমুল আলোচনা। কোচের দায়িত্ব নিয়ে প্রথম দুই ম্যাচেই হার দেখলেন টাইগারদের সঙ্গে ঈর্ষণীয় সাফল্য দেখা এই লঙ্কান। অবশেষে জয়ের দেখা পেয়েছেন তিনি। তার মতো একজন কোচ দলের সম্পদ বলেই মনে করছেন দিনেশ চান্দিমাল।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে প্রশংসায় ভাসালেন চান্দিমাল। লঙ্কান দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দৃঢ় বিশ্বাস, এই কোচকে নিয়ে ভবিষ্যতে আরও ভালো করবেন তারা, ‘হাথুরুসিংহের সঙ্গে কাজ করাটা সবসময়ই সম্মান এবং আনন্দের। তিনি জ্ঞানী। একজন খেলোয়াড় হিসেবে আমাদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তিনি সম্পদ। আমি নিশ্চিত তিনি ভবিষ্যতে ভালো করবেন।’

প্রথম দুই ম্যাচেই হার। ড্রেসিংরুমের পরিবেশে আসলে কতটা প্রভাব ফেলেছিল? চান্দিমাল স্বীকার করলেন, ব্যাপারটা তাদের জন্য কঠিন ছিল, ‘এটা কঠিন ছিল। বিশেষ করে প্রথম দুই ম্যাচের পর। যে কোনো দলের জন্যই এই পরিস্থিতিটা কঠিন। আমরা মাত্র চারটি ম্যাচ পাব, প্রথম দুই ম্যাচে জিতলে আপনার টুর্নামেন্টে ভালো সুযোগ থাকে।’