দেশের নন্দিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। দেশ-বিদেশের মঞ্চে কিংবা প্রজেক্টে ব্যস্ত থাকেন নিজের গান নিয়েই। কিন্তু গানের বাইরে তার ব্যক্তিগত জীবন চলে এলো ফের আলোচনায়।
গত বুধবার ‘দুষ্টু কোকিল’ খ্যাত এই গায়িকা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন, যা নতুন করে এক জল্পনা উসকে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সবুজ শাড়ি পরা কনার দুই হাতে সুন্দর করে মেহেদি লাগানো এবং খোঁপায় ফুল।
এর পরদিন আরও একটি ছবি প্রকাশ করেন কনা। তাতে দেখা যায়, মেহেদি রাঙা হাত, অনামিকা আঙুলে আংটি। সে হাতটি ধরে রেখেছে অন্য কেউ! আর এরপরই তুঙ্গে ওঠে এই গায়িকার বিয়ের জল্পনা। ভক্ত-নেটিজেনদের অনুমান, কাউকে না জানিয়েই ফের বিয়ের পিঁড়িতে বসছেন কনা।
যদিও এসব বিষয়ে বরাবরই নীরবতা বজায় রেখে চলেন কনা। মন্তব্যের ঘরে কারও মন্তব্যের উত্তর দেননি। তবে তার পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কেউ একজন কনাকে জিজ্ঞাসা করছেন, ‘আপু হাতে কী?’ এ সময় গায়িকার ফোনে থাকা তার সেই সবুজ শাড়ি পরা ছবিটি দেখিয়ে হাসিমুখে বললেন- ‘মেহেন্দি।’
উল্লেখ্য, চলতি বছর স্বামী মো. ইফতেখার গহীনের সঙ্গে বিচ্ছেদ হয় কনার। ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন তারা। ছয় বছর সংসারও করেন। গত ২৫ জুন এক পোস্টের মাধ্যমে নিজেদের বিচ্ছদের খবর জানান দেন তারা। শোনা যায়, পরকীয়ায় নাকি জড়িয়েছিলেন কনা, মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে প্রেম করছিলেন। এখন তাকেই বিয়ে করছেন কি না, নাকি অন্যকিছু- তা সময়ই বলে দেবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com