‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন

:
: ২ years ago

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘন করায় ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে দা‌য়েরকৃত মামলাটি প্রত‌্যাহা‌রের আবেদন জানিয়েছে বন বিভাগ।

মামলাটি আপসযোগ্য আখ‌্যা‌য়িত ক‌রে ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারা মোতাবেক রোববার (২৮ আগস্ট) মুখ্য মহানগর হাকিম আদালতে প্রত্যাহারের আবেদন করা হয়।

 

আদালত মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়টি গ্রহণ এবং পরবর্তী তারিখে রায় ঘোষণার জন্য ধার্য করেছেন ব‌লে বন মন্ত্রণালয় জানায়।

তারা আরও জানায়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অবগত না থাকার বিষয়টি উল্লেখ করে ‘হাওয়া’ সিনেমার পরিচালক মামলা‌টি প্রত‌্যাহা‌রের জন‌্য বন বিভা‌গে আবেদন জানা‌লে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ ক‌রে।