হাতে তৈরি পণ্য বিক্রির ই-কমার্স মার্কেটপ্লেস ‘দর্পণ’ যাত্রা শুরু করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এর উদ্যোক্তারা। এ সাইটে ভার্চ্যুয়াল দোকান তৈরি করে হস্তশিল্পের কারিগরেরা তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন।
উদ্যোক্তারা বলেন, মধ্যস্থতাকারী ছাড়াই সৃজনশীল হস্তশিল্পের উৎপাদকদের সুবিধা দিতে দর্পণ চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দর্পণের প্রধান নির্বাহী ফিরোজ খান জানান, দর্পণ সৃজনশীল উদ্যোক্তাদের জন্য ই-কমার্স সাইট। এর মাধ্যমে উদ্যোক্তারা তাঁদের ব্যবসার প্রচার ও প্রসার করতে পারবেন। এখান থেকে দেশি ও বিদেশি ক্রেতারা বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এতে ঢাকাই জামদানি, গয়না, পাটজাত দ্রব্য, নকশি কাঁথার মতো নানা পণ্য থাকবে। www.mydorpon.com সাইটে সব পণ্য পাওয়া যাবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com