হল অব ফেমে সাঙ্গাকারা-ফ্লাওয়ারসহ ১০ জন

লেখক:
প্রকাশ: ৩ years ago

আর চার দিন পর প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগে আইসিসির হল অব ফেমে বিশেষভাবে ১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় আছেন ১৮৯৮ সালের জানুয়ারিতে অভিষিক্ত হওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মন্টি নোবেল থেকে শুরু করে ২০১৫ সালের আগস্টে অবসর নেওয়া শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা।

টেস্টের এই দশ খেলোয়াড়ের ক্যারিয়ারের পরিধি সমন্বিতভাবে একশ বছরেরও বেশি। পাঁচটি যুগে ভাগ করে প্রত্যেক যুগ থেকে দুজন করে খেলোয়াড়কে এই বিশেষ হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

শুরুর যুগ অর্থাৎ বিশ্বযুদ্ধের আগের সময় থেকে নোবেল ও অব্রি ফকনার জায়গা পেয়েছেন হল অব ফেমে। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ের লিয়ারি কনস্ট্যানটাইন ও স্ট্যান ম্যাকক্যাবে; যুদ্ধ পরবর্তী যুগ ১৯৪৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিনু মানকাড় ও টেড ডেক্সটার, ওয়ানডে যুগ ১৯৭১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বব উইলিস ও ডেসমন্ড হেইনেস এবং আধুনিক যুগ ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত অ্যান্ডি ফ্লাওয়ার ও সাঙ্গাকারাকে এই তালিকায় ঠাঁই দেওয়া হয়েছে।