হলি আর্টিজান হামলায় বিস্ফোরক সরবরাহকারী সাগর রিমান্ডে

লেখক:
প্রকাশ: ৭ years ago

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী হিসেবে চিহ্নিত হাদিসুর রহমান সাগরকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ভোরে বগুড়ায় গ্রেফতারের পর হাদিসুর রহমান সাগরকে ঢাকায় আনা হয়। ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হাদিসুর রহমান সাগর গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি। তার বাড়ি জয়পুরহাটে।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সূত্রে জানা যায়, সাগর পুরনো জেএমবির সদস্য। তিনি ২০১৪-১৫ সালে তামিম চৌধুরীর মাধ্যমে নব্য জেমবিতে যোগ দেন। নব্য জেএমবিতে বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিতি সাগর হর্লি আর্টিজানে হামলায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেন। এক মাস আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলা থেকে তার স্ত্রীকে আটক করে পুলিশ।