সম্প্রতি স্কুলে পরীক্ষা দিয়েছিলেন হবু বধূ। কিন্তু সেই পরীক্ষায় হয়তো হবু স্ত্রী পাস করতে পারবে না। তাই স্কুলের নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিসংযোগ করেছেন হবু বর। এ ঘটনায় ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করেছে মিশরের পুলিশ। শনিবার মিশরের সংবাদমাধ্যমে ন্যাশনাল নিউজের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
মিশরের গারবিয়া প্রশাসনিক অঞ্চলের পুলিশ জানিয়েছে, ওই তরুণকে চার দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় এখনও তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সরকারি কৌঁসুলি জানিয়েছেন, রাজধানী কায়রোর মিনোফিয়া প্রদেশ থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি জানিয়েছেন, তার বাগদত্তা পরীক্ষায় পাস না করলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা আরও এক বছর পিছিয়ে যাবে। কারণ তার হবু বধূকে পরীক্ষায় পাসের জন্য পুনরায় এক বছর স্কুলে পড়তে হবে। পরীক্ষার ফলাফলের কপি যাতে নষ্ট হয়ে যায় সেজন্য তিনি স্কুলে অগ্নিসংযোগ করেছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com