হবিগঞ্জে আটক ৫ জেএমবি সদস্য রিমান্ডে

লেখক:
প্রকাশ: ৭ years ago

মিজানুর রহমান সোহেল

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, দীঘলবাগ এলাকা থেকে আটক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)’র পাঁচ সদস্যকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।পাঁচ জেএসবি সদস্যরা হলেন – হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সভাপতি নারায়ানপুর গ্রামের হাজী আব্দুল কদ্দুছ (৫০), নারায়নপুর বাজারের টেইলার্স ব্যবসায়ী নারায়নপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫০), নারায়নপুর বাজারের আল মদিনা ক্লথ স্টোরের মালিক আনন্দপুর গ্রামের আব্দুর নুর (৪৫), আনন্দুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও দীঘলবাগ পয়েন্ট বাজারের ফার্মেসি ব্যবসায়ী রায়ধর গ্রামের রুহুল আমীন (২৮)।গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসম্বের রাতে গোপন বৈঠক করার সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ তাদের আটক করে। আটককালে তাদের কাছ থেকে জেহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। সকালে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের প্রক্ষিতে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।