গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছেন বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, “কোন জেলায় কখন পদযাত্রা হবে আগেই ঠিক ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। এনসিপি এবং গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা চালায়।”
তিনি বলেন, “গোপালগঞ্জের রাজনীতি ও জেলার গণমানুষের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা নিয়ে কথা বলতে গিয়েছিলাম আমরা। সেখানে কথাও বলেছি। নেতারা বক্তব্য দেয়া শেষে মাদারীপুরে যাওয়ার পথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়, গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় খুলনা চলে আসি।”
বুধবার মাদারীপুর ও শরীয়তপুরে যে পদযাত্রা ছিল তা স্থগিত করা হয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “আজকের হামলায় স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগের আসল রূপ। তারা একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং জঙ্গিবাহিনীতে রূপান্তরিত হয়েছে, সেটাই আবারও দেশবাসীর সামনে স্পষ্ট হলো।”
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com