ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত স্কোয়াডে দুই বছর পর ফিরেছেন এনামুল হক বিজয়। জায়গা পেয়েছেন মোহাম্মদ মিথুনও। অপরদিকে দীর্ঘ দিন অফফর্মে থাকা সৌম্য সরকার ও তাসকিনকে বাদ দিয়েছেন নির্বাচকরা। তাদের সঙ্গে বাংলাদেশের লিটল মাস্টার খ্যাত ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভেরও ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি।
গত দুই বছর সীমিত ওভারের ক্রিকেট থেকে উপেক্ষিত মুমিনুল হক সৌরভ। জাতীয় দলের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে হঠাৎ করেই ডাক পান সৌরভ। দলের সঙ্গে থাকলেও আফ্রিকার মাঠে খেলা হয়নি তার।
তবে ওয়ানডে দলে মুমিনুলের না থাকা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, বেশকিছু দিন ধরেই মুমিনুল আমাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে নেই। তামিমের ইনজুরির কারণে মুমিনুলকে আমরা তখন রেখে দিয়েছিলাম। হুট করে লাগলে আমরা তাকে আবারও ব্যবহার করব।টেস্ট ক্রিকেটে মুমিনুল বাংলাদেশের অন্যতম ভরসা হলেও সীমিত ওভারের ক্রিকেটে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। টেস্টে যেখানে তার রান তোলার গড় ৪৩.৮০ সেখানে ওয়ানডেতে ২৩.৬০। এমন পারফরম্যান্সের কারণে ওয়ানডে দলে বিবেচনায় নেই ২৬ বছর বয়সী এ ক্রিকেটার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com