কিংবদন্তি ফুটবলার পেলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রাজিলীয় সময় বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবনতি হওয়ায় সাও পাওলোয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন এই ফুটবল সম্রাট।
পেলের সপ্তাহান্তে লন্ডনে তার সম্মানে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশেনের (এফডব্লিউএ) আয়োজিত এক নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল। রবিবার সেখানে ফুটবল সম্রাটকে সম্মান জানানোর কথা ছিল সংস্থাটির। কিন্ত হঠাৎ অসুস্থ হওয়ায় তার লন্ডন যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।
জানানো হয়, “তাকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। পরিশ্রান্ত হয়ে পড়া ছাড়া অন্য কোনো সমস্যা ধরা পড়েনি।”
উল্লেখ্য, এর আগেও কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com