হংকংয়ের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত

লেখক:
প্রকাশ: ৭ years ago

প্রতিপক্ষ দুর্বল হংকং। ভারতের তো দাপট দেখিয়ে খেলার কথা। দুবাইয়ে দাপট দেখিয়েই খেলছে রোহিত শর্মার। প্রথমে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথে আছে এশিয়ার পরাশক্তিরা।

বিরাট কোহলির অনুপস্থিতিতে এশিয়া কাপে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা। ওপেনিংয়ে নেমে তিনি অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। ২২ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করে এহসান খানের শিকার হয়ে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান, ৪৫ রানে ১ উইকেট হারায় ভারত।

এরপরের সময়টায় বেশ ভালোভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখর ধাওয়ান আর আম্বাতি রাইডু। দ্বিতীয় উইকেট জুটিতে এখন পর্যন্ত ১০৬ রানে অবিচ্ছিন্ন আছেন তারা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৫১ রান। হাফসেঞ্চুরি পেয়েছেন ধাওয়ান-রাইডু দুজনই। ৮১ বলে ১০ বাউন্ডারিতে ৭৬ রানে অপরাজিত আছেন ধাওয়ান। ৬৩ বল মোকাবেলায় ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় রাইডু ব্যাট করছেন ৫১ রানে।