সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়কের সর্বত্র যে চিত্র, তাতে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। চাহিদার বিপরীতে যে বরাদ্দ পাওয়া যায় তা দিয়ে অগ্রাধিকার নির্ধারণ করে ২১ হাজার কিলোমিটার জাতীয়, আঞ্চলিক এবং জেলা সড়কের মেরামত ও সংস্কার কাজ করতে হয়।
মঙ্গলবার ওবায়দুল কাদের তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন। সেমাবারও মহাসড়কের ঈদ প্রস্তুতি বিষয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।
তাতে জানিয়েছিলেন, আগামী ৮ জুনের মধ্যে সড়ক-মহাসড়কের ভাঙাচোরা মেরামত করা হবে।
ঈদের আগে তাড়াহুড়ার সংস্কার টেকসই হয় না; এ অভিযোগ অনেক দিনের। এ বিষয়ে ওবায়দুল কাদের লিখেছেন, 'অস্বীকারের উপায় নেই যে, দেশের সড়ক নির্মাণ এবং সংস্কার কাজের গুণগতমান নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে। এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে মানোন্নয়নের চেষ্টা অব্যাহত রয়েছে।'
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সড়ক ব্যবস্থাপনার বিভাগের জরিপ অনুযায়ী, সারাদেশের ২১ হাজার কিলোমিটার সড়ক-মহাসড়কের ২৬ শতাংশই ভাঙাচোরা। এক হাজার ৫৭৩ কিলোমিটার রাস্তা যান চলাচলের অযোগ্য। এক হাজার ৮৩ কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ। এতে ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা রয়েছে।
বিভিন্ন মহাসড়কে নির্মাণ কাজের কারণেও যানজট হচ্ছে। ওবায়দুল কাদের তার স্ট্যাটাসে বলেন, ঈদের অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্ট যানজট এড়াতে এলাকাভিত্তিক গার্মেন্টস ধাপে ধাপে ছুটি দিতে বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
ঈদযাত্রায় মহাসড়কে যান বিকল হয়ে যানজট সৃষ্টি করে। মন্ত্রী জানিয়েছেন, এবার কিছুতেই ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। মহাসড়কের যানজটের আরেক কারণ রাস্তার পাশের অবৈধ বাজার ও পার্কিং উচ্ছেদের ঘোষাণা দিয়েছেন তিনি।
উল্টোপথের গাড়ি বন্ধে হুঁশিয়ার করে তিনি বলেছেন, যত প্রভাবশালীই হোক কিংবা ভিআইপি হোক উল্টোপথে গাড়ি চালালে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।
মহাসড়ক অনিরাপদ হয়ে ওঠেছে অবৈধ তিন চাকার যান চলাচলে। ওবায়দুল কাদের বলেন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, মাহেন্দ্র, ব্যাটারিচালিত রিকশা চলবে না। মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি আরোহী থাকবে না। প্রত্যেককে হেলমেট পরতে হবে।
মহাসড়কে যানজট হয় সেতুর টোলপ্লাজায়। সেতুমন্ত্রী বলেছেন, যানজট ও দুর্ভোগ এড়াতে সেতুতে টোল আদায়ের সব বুথ চব্বিশ ঘন্টা খোলা রাখা হবে। ফেরিঘাটে গাড়ি পারাপারে অতিরিক্ত ফেরি মজুদ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিতে সেতু এলাকায় রেকার ক্রেন থাকবে। প্রস্তুত রাখা হবে হেলিকপ্টার। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু সংলগ্ন ঘাটে বিকল্প ব্যবস্থা হিসেবে ফেরি চলাচল ব্যবস্থা রাখা হবে। ঈদের আগেই ঘাট প্রস্তুত হবে।
মহাসড়কে চালকরা একটানা গাড়ি চালান ঈদযাত্রায়। তাদের কর্মক্লান্তিতে ঈদযাত্রায় প্রাণহানী হয় প্রতি বছর। ওবায়দুল কাদের বলেছেন, লাইসেন্সবিহীন চালক ও চালকদের একটানা ট্রিপ না দিতে পরিবহণ মালিকদের অনুরোধ জানাচ্ছি। বেপরোয়া গতি, ওভারটেকিং বন্ধে মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com