সড়ক দুর্ঘটনায় ব্রাদার্সের নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

প্রায় অর্ধযুগ ধরে ঢাকার ফুটবলে পদচারণা নাইজেরিয়ান অ্যাডামস স্যামুয়েল জাঙ্কাসার। ২৬ বছরের এ ডিফেন্ডার প্রথম পড়েছিলেন ব্রাদার্সের জার্সি। সেই কমলাজার্সিটা হয়ে গেলো তার জীবনেরও শেষ জার্সি। সোমবার সকালে নিজ দেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশের ফুটবল অঙ্গনের পরিচিত এ মুখ।

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ জাঙ্কাসা শুরু করেছিলেন মোহামেডানের জার্সিতে। কিন্তু মধ্যবর্তী দলবদলের সময় তিনি নাম লেখান গোপীবাগের দলে। ‘১০/১২ দিন আগে নাইজেরিয়া থেকে আমাকে ফোন করেছিলেন জাঙ্কাসা। বলেছিলেন কুয়েতের একটা ক্লাবে ট্রায়াল দিতে যাবেন। সেখানে সুযোগ হলে যেন ছাড়পত্র দেই’-বলছিলেন ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খান।

২০১১-১২ মৌসুমে ব্রাদার্সের হয়ে ঢাকার ফুটবলে অভিষেক হয়েছিল তার। ব্রাদার্স, মোহামেডান ছাড়াও জাঙ্কাসা খেলেছেন বিজেএমসিতেও। জাঙ্কাসার আকস্মিক মৃত্যুতে ঢাকায় খেলা অনেক নাইজেরিয়ান ফুটবলার গভীর শোক প্রকাশ করেছেন।

এ বছর শেখ রাসেলে খেলা নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে তার ফেসবুক ওয়ালে জাঙ্কাসার মৃত্যুর খবরটি জানিয়ে লিখেছেন ‘ভাই, বিশ্বাস করতে পারছি না, তুমি চলে গেলে।’