#

মোরশেদ আলম, যশোর প্রতিনিধি:: যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন এর ভবানীপুর গ্রামের আঃ কুদ্দুসের ছেলে,  আব্দুল করিম নামে এক অসহায় ভ্যানচালক  ভ্যান চালিয়ে পাঁচ সন্তান নিয়ে কোন ভাবে সংসার চাহিদা মিটাতে সংগ্রাম করছিলেন, কিন্তু সাত মাসে আগে এক সড়ক দূর্ঘটনায় তার দুই পা এবং মেরুদণ্ড  ভেঙ্গে যায়। প্রাথমিক ভাবে গ্রামের লোকজনের সহায়তায় চিকিৎসা শুরু করা হয়। এক মাস পর আরও দুই টা অপারেশন করার কথা থাকলেও অর্থ সংকটে সম্ভব হয় না। তার দুই পায়ে রড দেওয়া হয়েছে এবং বুকের ছয়টা হাড় ভেঙে গেছে। পরিবারে আর কোন উপার্জনক্ষম লোক না থাকায় অন্যান্য মৌলিক চাহিদা পুরন হচ্ছে না। সমাজের বিত্তবান শ্রেণীর কাছে মানবিক সহায়তার আবেদন করেছে পরিবার টি, চিকিৎসা করতে পারলে আবার হয়তো তিনি পরিবারের হাল ধরতে পারবেন। এবং তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে,তক্ষানীকভাবে এ সংবাদ শুনতে পেয়ে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বখতিয়ার রাহমানের নির্দেশে অসহায় ভ্যানচালক আঃ করিমের হাতে  বিশ হাজার  টাকার চেক হস্তান্তর করেন ,এর ডোনেশনদাতা হলেন প্রবাসী  ।

এ চেক হস্তান্তরকালীন সময়   চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বখতিয়ার রহমানের নির্দেশনায় উপস্থিত ছিলেন , সাধারণ সম্পাদক
সবুজ হোসেন ,যুগ্ম সাধারণ সম্পাদক
সাগর কুমার ,যুগ্ম সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক                   মোঃ রুবেল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক
মোঃ কবির হোসেন ,,দপ্তর সম্পাদক
আল আমিন ,,সহ প্রচার সম্পাদক
আশিকুর রহমান ,,সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
শামিম হোসেন প্রমুখ।
এবং এর আগেও বিভিন্ন উপজেলাতে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স বিতরণ করা হয়,,ও পরবর্তিতে অসহায় মানুষের মাঝে বিভিন্নভাবে আর্থিক সহযোগীতা কার্যক্রম চলতে থাকবে।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন