 
     গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে টমটমের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত হয়েছেন। শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের কাছে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে টমটমের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত হয়েছেন। শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের কাছে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার ভুতুরিয়া মোল্লাবাড়ি গ্রামের নাঈম মোল্লার স্ত্রী মানসুরা বেগম (২০) ও মানসুরা বেগমের শাশুড়ি মুর্শিদা বেগম (৫৫)।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন, নাঈম মোল্লা স্ত্রী মানসুরা বেগম ও মা মুর্শিদা বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে ভুতুরিয়া গ্রামের বাড়ি থেকে বাগেরহাটের মোল্লারহাটে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।
তাদের মোটরসাইকেল দেবগ্রাম পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটম তাদের ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মানসুরা ও মুর্শিদা মারা যান। গুরুতর নাঈমকে খুলনায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।
নাঈম বাগেরহাটের মোল্লাহাটে শ্বশুরবাড়ির এলাকার একটি মসজিদে ইমামতি করতেন।”
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com