গত অগস্ট মাসের শেষ দিকে থেকে লিভার ক্যানসারে ভুগছিলেন জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী।
চিকিৎসার পরে কিছুটা সুস্থ হয়ে ফের সিরিয়ালের শুটিং শুরু করেছিলেন রীতা।
জনপ্রিয় ধারাবাহিক ‘রাখী বন্ধন’-এও দাপটের সঙ্গে অভিনয় করছিলেন রীতা কয়রাল।
বহু বিখ্যাত বাংলা ছবিতে অভিনয় করেছেন রীতা কয়রাল। তার মধ্যে রয়েছে ‘অসুখ’, ‘আশ্রয়’, ‘ইতি মৃণালিনী’, ‘বর আসবে এখুনি’, ‘দত্ত ভার্সাস দত্ত’-র মতো বহু ছবি।
জনপ্রিয় অনেক বাংলা ছবিতেই নেতিবাচক চরিত্রে রীতা কয়রালের অভিনয় দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছে। বাংলা ফিল্ম এবং টেলিভিশন জগতে নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন রীতা।
‘বাড়িওয়ালি’ ছবিতে কিরণ খেরের ভয়েস ওভার দিয়েছিলেন রীতা কয়রাল। সেই চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান কিরণ।
বাংলা ছবি, সিরিয়াল ছাড়াও নাটকেও অভিনয় করেছেন রীতা কয়রাল। সেই সঙ্গে নাচও শেখাতেন তিনি।
পর্দাতে এভাবেই হাসি, খুশি এবং উচ্ছ্বাস দেখা যেত তার অভিনয়ে।
রীতা কয়রালের আকস্মিক প্রয়াণে দর্শকরা যেমন হতবাক, টালিগঞ্জের শিল্পী-মহলেও নেমে এসেছে শোকের ছায়া।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com