স্মার্ট পুলিশ গড়ে তুলতে নিয়মিত মাষ্টার প্যারেডের বিকল্প নেই : পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

:
: ৪ years ago

যাঁদের টাকায় আমাদের বেতন রেশন হয় ,সেই জনগণকে সর্বোচ্চ আস্থা ,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সেবা প্রদানের লক্ষ্যে আরও বেগবান হওয়ার পাশাপাশি নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলন এর বিকল্প নেই পুলিশ কমিশনার বিএমপি।

বিএমপি পুলিশ লাইন্স বরিশালে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার সভাপতিত্বে বিএমপি কর্তৃক আয়োজিত মাষ্টার প্যারেড-এ বক্তব্যে তিনি একথা বলেন ।

সভাপতি  আরও বলেন ,“মাষ্টার প্যারেড শৃঙ্খলার একটা অংশ ,আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা স্ট্যন্ডার্ড নষ্ট হয় এমন আচরণ থেকে বিরত থাকতে শৃঙ্খলার সাথে কাজ করতে হবে ।বাড়তি সতর্কতার পাশাপাশি জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ মাসগুলোতে নজরদারি ,চেকপোষ্ট বৃদ্ধির দ্বারা সংঘবদ্ধ অপরাধিদের ধরে আইনের আওতায় আনতে হবে ।”

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসপি) বিএমপি  মোঃ ছালেহ্ উদ্দিন এর নেতৃত্বে উক্ত মাষ্টার প্যারেড -এ এসময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি  প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি  মোঃ জুলফিকার আলী হায়দার , উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপিআবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ জাহাঙ্গির মল্লিক ,উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ রেজাউল করিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ মাহাবুবুর রহমান (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( ফোর্স) বিএমপি মোঃ আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা এন্ড স্টাফ অফিসার) বিএমপি মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার ( ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট থানা) বিএমপি মোঃ রবিউল ইসলাম শামীম,সহকারী পুলিশ কমিশনার ( প্রসিকিউশন এন্ড ক্রাইম) বিএমপি মোঃ মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার ডিবি বিএমপি নরেশ কর্মকার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি মোঃ ফায়জুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।