#

স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের তৃতীয় শ্রেণীর লিখিত পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি হিসাবরক্ষক, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ক্যাটালগার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় প্রশাসন-১ শাখার উপসচিব ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত প্রকাশিত ফলাফলে দেখা যায়, হিসাবরক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনজন।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় ৪৫ জন উত্তীর্ণ হয়েছেন। ক্যাশিয়ার পদে লিখিত পরীক্ষায় কোনো প্রার্থী উত্তীর্ণ হয়নি। ক্যাটালগার প‌দে ৮ জন ও অ‌ফিস সহকা‌রী কাম ক‌ম্পিউটার মুদ্রাক্ষরিক প‌দে ২১৯ জন উত্তীর্ণ হয়েছেন।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের তৃতীয় শ্রেণির সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ক্যাটালগার পদে লিখিত পরীক্ষায় প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৬ মার্চ সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), পলাশী-নীলক্ষেত, ঢাকায় অনুষ্ঠিত হবে।

হিসাবরক্ষক পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন