করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর পশু কেনাবেচা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম(বার), পিপিএম।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠির বিকনা এলাকার অস্থায়ী কোরবানীর পশুর হাট পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি পশুর হাট ঘুরে দেখেন এবং পশু ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। তিনি আরো বলেন, মহামারীর মধ্যেই এবার ঈদ হচ্ছে। বেঁচে থাকলে আরো অনেক কোরবানির ঈদ করতে পারব।
কিন্তু এবারে যারা আসবেন মেহেরবানী করে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনার সুরক্ষা আপনার হাতে। আমরা কেবল সর্বাত্মক চেষ্টা করে যাবো। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বিধিগুলো দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলতে হবে।
পরিবহনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেক্ষেত্রে সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন ডিআইজি।
এসময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো.হাবীবুল্লাহ, মো. ছোয়াইব, এম এম মাহমুদ হাসান, ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com