বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, ওপেন হাউজ ডে” কোন নামমাত্র বক্তব্যের জায়গা নয়, ভুক্তভোগী ও সেবাপ্রত্যাশীর সরাসরি বক্তব্য শুনে জবাবদিহিতা নিশ্চিত করে সেবা দানের। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বন্দর থানা বিএমপি কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ ডে” উপলক্ষে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
তিনি বলেন,এখন থেকে প্রতিমাসের নির্ধারিত দিন ক্ষণে এই “ওপেন হাউজ ডে” পূর্বের মতোই স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
নাগরিকরা যে-কোন অভিযোগ অনিয়মের তথ্য এখানে সরাসরি শীর্ষ পর্যায়ে তুলে ধরতে পারেন।
বিএমপি কমিশনার বলেন, আপনাদের ছেলে মেয়ে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং ভালো থাকতে পারে এজন্য অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আপনারা সহযোগিতা করলে আমরা মাদক মুক্ত নিরাপদ সমাজ গড়তে পারবো।
জনসম্পৃক্ততা আরও বাড়িয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ সুশৃঙ্খল সমাজ ও জীবন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব মর্মে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএমপি কমিশনার। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com