স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্যসেবা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। তবে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এ খাতে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (৭ জুন) রাতে পুরান ঢাকার মিটফোর্টে ৫০ শয্যাবিশিষ্ট ম্যাক্সএইড হাসপাতাল লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, দোহার- নবাবগঞ্জের কয়েকজন ব্যবসায়ী মিলে মানবসেবায় এমন একটি প্রতিষ্ঠান চালু করার জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ম্যাক্সএইড হাসপাতাল লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, স্থানীয় ওয়ার্ড কমিশনার শেখ মোহাম্মদ আলমগীর ও হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com